নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: বৃহস্পতিবার ২৯,জানুয়ারি :: ক্যানিংয়ের আমড়া বেড়িয়া খাঁ পাড়া এলাকায় এক নৃশংস হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম সানারুল শেখ (৩৩)। স্থানীয় সূত্র এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর জানা গেছে, সানারুল গত ২৫ জানুয়ারি ২০২৬ বিকেলে বাড়ি থেকে “কাজে যাচ্ছি” বলে বের হয় ।
এরপর থেকে নিখোঁজ থাকে। নিখোঁজের খবর পেয়ে তার পরিবার ক্যানিং থানায় অভিযোগ দায়ের করে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা আমড়া বেড়িয়া এলাকার একটি পুকুরে সানারুলের ক্ষতবিক্ষত দেহ দেখতে পায়। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ জানিয়েছে, মৃতদেহের অবস্থান থেকে স্পষ্ট যে সানারুলকে ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয়েছে এবং এরপর পুকুরে ফেলে দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, সানারুলকে টাকা-পয়সা নিয়ে চলা বিবাদের কারণে হত্যা করা হয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক বা আর্থিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে হত্যার প্রকৃত কারণ উদঘাটন করতে তদন্ত চলছে |

