নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: বৃহস্পতিবার ২৭,ফেব্রুয়ারি :: ধুপগুড়িতে একটি মোবাইলের দোকানে টলিউডের অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী আসলেন ।
জানা যায় দ্য শংকর কমিউনিকেশন ধুপগুড়ি ট্রাফিক চৌপতি সংলগ্ন এলাকায় ভিভো 50 মোবাইল লঞ্চ করতে দোকানে আসার পর মানুষের ঢল নামে অভিনেত্রীকে দেখার জন্য ।
অভিনেত্রী কে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানালেন ধুপগুড়ি পৌরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেস কুমার সিং এবং উত্তরীয় পরালেন মোবাইল দোকানের কর্ণধার সংকর ওরফে সোনু
অভিনেত্রী বলেন ধুপগুড়ি এসে আমার খুব ভালো লাগছে। এক কথায় সাধুবাদ জানিয়েছেন তিনি । উপস্থিত ছিল ধুপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী।