নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধুপগুড়ি :: সোমবার ২৮,জুলাই :: উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দির এ চলছে শ্রাবণী মেলা এই শ্রাবণী মেলায় বিভিন্ন পূণ্যার্থী আসাম থেকে ফালাকাটা থেকে বিভিন্ন জায়গার ভক্তরা যাচ্ছেন শিবের মাথায় জল ঢালতে।
যাওয়ার আগেই চলছে ধুপগুড়ি থানার উদ্যোগে কড়া নিরাপত্তা মাধ্যমে নাকা চেকিং একের পর এক গাড়িতে পাওয়া যাচ্ছে একাধিক মদের বোতল সেই মদের বোতল তৎক্ষণাৎ মাটিতে ফেলে দেওয়া হচ্ছে।তারপর গাজার প্যাকেট মাটিতে ফেলে দেওয়া হচ্ছে। এক কথায় বলা যায়। পুণ্যার্থীদের দের নিরাপত্তার জন্যই শালবাড়ি এবং জলঢাকা বসাক পেট্রোল পাম্পএ চেকিং চলছে।
কোন গাড়ি থেকে যদি নেশা জাতীয় দ্রব্য থাকে তাহলে পুলিশ প্রশাসন বারংবার বলছে দিয়ে দেওয়ার জন্য যদি তারা পায় তাহলে বাজেয়াপ্ত করা হবে