নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ক্রান্তি :: রবিবার ১১,মে :: মাটিয়ালি ব্লকের দক্ষিণ ধুপঝরার চা বাগান এলাকার বাসিন্দা আসিদুল হক বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। মাথায় গুরুতর আঘাত নিয়ে বর্তমানে সংকটময় পরিস্থিতিতে রয়েছেন এই পরিশ্রমী চা বাগান শ্রমিক।
আসিদুল হকের স্ত্রী আজিদা খাতুন জানিয়েছেন, তিনি স্বামীর চিকিৎসার খরচ বহন করতে পারছেন না। পরিবারে স্বামীই একমাত্র রোজগেরে সদস্য, তার উপর অসুস্থ শাশুড়ি মাকে নিয়েও সংসারে চলছে চরম দুশ্চিন্তা। তিনি সকলের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত ক্রান্তি ব্লকের সমাজসেবী মোঃ নুর নবীউল ইসলাম। তার সাথে কাঠাম বাড়ির সমাজসেবী মোঃ বাদশা এবং মালহাটির শরিফুল হক মিলে প্রথম পর্যায়ে কিছু আর্থিক সহযোগিতা প্রদান করেন আসিদুল হকের পরিবারকে।
মোঃ নুর নবীউল ইসলাম জানান, “মানুষ মানুষের জন্য। আমরা চাই সকলে এগিয়ে এসে এই পরিবারের পাশে দাঁড়াক। আপনার ছোট্ট সহানুভূতিও বড় কিছু করে তুলতে পারে আসিদুল হকের জীবনে।”