নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ৭, জুলাই :: ধুমধামের সাথে পালিত হলো মালদার মানিকচকের অন্তর্গত মথুরাপুর পাঠানপাড়ার মহরম। মুসলিম সম্প্রদায়ের একটা বড় উৎসব মহরম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতি হাসেন ও হোসেন কারবালা ময়দানে শহীদ হয়েছিলেন। তার স্মৃতিতেই মুসলিম সম্প্রদায় এই দিনটি পালন করে থাকে।প্রতিবারের ন্যায় এবারও পাঠানপাড়া মোকামবারা থেকে একটি মিছিল বেরোয়। এই মিছিলে প্রায় ৫ হাজার গ্রামবাসী সামিল হন। মোকামবারা থেকে এই মিছিল বেরিয়ে গোয়ালপাড়া হয়ে মথুরাপুর পিএনবি ব্যাংক মোড় পরিক্রমা করে কারবালা ময়দানে পৌঁছোয়।
বিকেল প্রায় ৪ টায় মিছিল আরম্ভ হয় এবং ৭ টায় সমাপ্ত হয়ে যায়। প্রতিবছর সাড়ম্বরে পালিত হয় এই মহরম উৎসব। এই মহরমকে কেন্দ্র করে কারবালা ময়দানে প্রচুর পরিমাণ খাবারের দোকান বসে। ছোটখাটো মেলার আয়োজন হয় এবং গ্রামবাসীরা সেই মেলায় গিয়ে ভিড় জমান।