সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: বৃহস্পতিবার ৯,অক্টোবর :: ধূপগুড়ির বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করলো শিলিগুড়ির অপেশাদার মহাকাশ চর্চার ক্লাব ‘স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশন অফ নর্থ বেঙ্গল’।
বৃহস্পতিবার সংগঠনের সদস্যরা গধেয়ার কুঠি সংলগ্ন বগড়িবাড়ির হোগলাপাতা, ধাপ্পাডাঙ্গা এবং নলডোবার পাড় এলাকায় তিনটি ফ্লাড শেলটারে আশ্রয় নেওয়া পরিবার গুলির হাতে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।জানা গিয়েছে তারা কুয়োর জল ও পানীয় জল শোধন করার ওষুধ, পেটের রোগের ওষুধ, ও.আর.এস, বাচ্চাদের পানীয়, মোমবাতি, দেশলাই সহ নানা ওষুধ এই পরিবারগুলির হাতে তুলে দেন।
বুধবার তারা তিস্তার পশ্চিম পাড়ে রংধামালিতে তিস্তার ১০ নম্বর পারে আরেকটি শিবিরও ও মেডিক্যাল ক্যাম্প করেছিলেন। আগামীতে নাগরাকাটা, জলঢাকার পাড়ে ময়নাগুড়ির ক্ষতিগ্রস্ত গ্রাম এবং তোর্ষার বন্যা কবলিত এলাকার মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর চেষ্টাও করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।