নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: সাত সকালে ধূপগুড়ি থেকে গয়েরকাটা গামী জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন ঐ ব্যক্তি ধূপগুড়ির সুপার মার্কেটে সব্জি বিক্রি করতে আসছিলেন, ফেরার সময় ধূপগুড়ির কসমো বাজারের সামনে তাকে একটি ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এর পর খবর দেওয়া হয় ধূপগুড়ি থানার পুলিশকে। পুলিশ এবং দমকলকর্মীরা এসে তার দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ঐ ব্যক্তির নাম কাজিমুল হক তার বাড়ি ব্যানার্জি হিমঘর এলাকায়। ঘাতক গাড়িটিকে আটক করেছে ধূপগুড়ি থানার পুলিশ।
এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কৃষকদের অভিযোগ, ধূপগুড়ি সুপার মার্কেটে তারা সবজি বিক্রি করতে আসেন কিন্তু সকাল বেলায় ট্রাফিক ঠিকমতো না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।