সজল দাসগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: সোমবার ১৫,এপ্রিল :: দুটি ম্যাচ জিতে কিছুটা সচ্ছন্দে থাকলেও আবার হার মুম্বাই ইন্ডিয়ান্সের। রবিবার চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে থেমে গেল মুম্বাই। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস নির্ধারিত কুড়ি ওভারে ২০৬ রান তোলে। ঋতুরাজ গাইকোয়াড করেন ৬৯ রান। এছাড়া শিবম দুবে করেন ঝড়ো ৬৮ রান।
১৯.২ ওভারে ব্যাট করতে নামেন ধোনি তখন চেন্নাইয়ের রান ছিল ১৮৬ । বোলিং করছিলেন হার্দিক পান্ডিয়া। ধোনি যখন ব্যাটিং করতে নামেন গোটা স্টেডিয়াম জুড়ে তীব্র উত্তেজনা । প্রথম বলেই গ্যালারিতে হাঁকান, দর্শকদের গলা ফাটানো আবার যেন আরো বেড়ে যায়। এরপর দ্বিতীয় বলে আবারও ছয় মারেন।
একইভাবে তৃতীয় বল গ্যালারি, নিজের চতুর্থ বল তথা ইনিংসের শেষ বলে দুই রান নেন তিনি। চার বলে কুড়ি রান স্ট্রাইক রেট ৫০০, চেন্নাই ২০৬ রান তোলে। এরপর পাল্টা ব্যাট করতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স ও যথা যোগ্য জবাব দেওয়া শুরু করে। ঈশান কিশানকে সাথে নিয়ে সত্তর পার্টনারশিপ তৈরি করে ফেলেন।
ঈশান প্যাভিলিয়নের ফিরলেও রোহিত ইনিংসের হাল ধরেন। তবে তাকে সেই ভাবে কেউ যোগ্য সঙ্গত দেয়নি। ৬১ বলে নিজের শত রান পূর্ণ করেন রোহিত। শেষ পর্যন্ত ১০৫ রানে নট আউট থাকেন। তবে মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত কুড়ি ওভারে ১৮৬ রানের বেশি তুলতে পারেনি। ফলস্বরূপ কুড়ি রানে ম্যাচ হেরে যায় তারা। ধোনি শেষ তিন বলে তিনটি ছক্কা মুম্বাই ইনিংসের যেন কাল হয়ে যায়। চেন্নাইয়ের কাছে আটকে যায় মুম্বাই।