নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ১২,অক্টোবর :: নওজোয়ান ভারত সভার শতবর্ষকে স্মরণে রেখে পূর্ব বর্ধমানের খন্ডঘোষে শুরু হলো সিপিআইএম-এর “ইনকালাব যাত্রা”। বীর বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্মভিটে ওয়ারী গ্রাম থেকে এই ঐতিহাসিক যাত্রা শুরু হয়, যা শেষ হবে বর্ধমান স্টেশনে ভগৎ সিং-এর মূর্তির সামনে।
কর্মসূচিতে অংশ নেন সিপিআইএম-এর রাজ্য ও জেলা নেতৃত্ব। দিনের শুরুতে খন্ডঘোষের কুমারী গ্রামে বটুকেশ্বর দত্তের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন কমরেড আভাস রায় চৌধুরী, কমরেড মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এরপরই একে একে বক্তব্য রাখেন দলীয় নেতৃত্ব।
মঞ্চে উঠে আগুন ঝরা বক্তব্যে কমরেড মীনাক্ষী মুখার্জি বলেন, “ইনকালাব মানে কী? ইনকালাব মানে— পাল্টে দিতে হবে। এই রাজ্যে সাধারণ মানুষের মাথা তুলে বাঁচার অধিকার নেই, কাজ নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই— এই অন্যায়, দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে ভেঙে নতুন ব্যবস্থা গড়তে হবে”।
তিনি বটুকেশ্বর দত্তের সংগ্রামী জীবন তুলে ধরে বলেন, “যে দেশকে স্বাধীন করতে প্রাণ দিয়েছিলেন বটুকেশ্বর দত্ত, সেই দেশের মানুষ আজ আবার শাসকের অন্যায়ে নিপীড়িত। স্বাধীনতার ৭৫ বছর পরেও মানুষ ভাত, কাজ, মর্যাদা— কোনো কিছুই পাচ্ছে না। সেই লড়াই এখনো শেষ হয়নি”।