নকল গোয়েন্দা ও সাংবাদিক সেজে গেদে সীমান্তে চেকপোষ্টে বাংলাদেশী পরিবারকে ভয় দেখানোর অভিযোগে গ্রেপ্তার তিনজন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গেদে :: সোমবার ২৫,আগস্ট :: নকল গোয়েন্দা সেজে নদীয়ার ভারত বাংলাদেশ গেদে সীমান্তের চেক পোস্টে ভয় দেখানোর অভিযোগে মোট তিনজনকে গ্রেফতার করলো নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসার জন্য ভারতে এসেছিল চারজন বাংলাদেশী। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গেদে স্টেশনে ওই বৈধ বাংলাদেশীদের আটক করা হবে বলে ভয় দেখায় । একই সাথে ভারতে আসা বৈধ বাংলাদেশীদের সাথে বচসা ও বাঁধে তাদের।

কেউ সাংবাদিক কেউ আবার গোয়েন্দা বলে নিজেদের পরিচয় দেয়। তাদের কথাবার্তায় অসঙ্গতি দেখে স্থানীয় লোকজন বুঝতে পারে এরা প্রতারক। এরপরই স্থানীয় কৃষ্ণগঞ্জ থানার খবর দেয় লোকজন। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাদের প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।বৈধ বাংলাদেশীদের একজন পুলিশকে গোটা বিষয়টি জানায় এরপরেই পুলিশ মোট তিনজনকে গ্রেফতার করে। ধৃত তিনজনের মধ্যে চঞ্চল পাল যার বাড়ি উত্তর ২৪ পরগনার বনগায়। কৌশিক দে পেশার গাড়ি চাল ক তার বাড়ি কলকাতায় এছাড়াও অভিনাশ সরকার নামে অন্য একজন যার বাড়ি উত্তর চব্বিশ পরগনার বারাসাতে।

এদের তিনজনকে গ্রেফতার করে শনিবার কৃষ্ণনগর জেলা আদালতে পাঠায়। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। একই সাথে তাদের কাছ থেকে একটি চার চাকা গাড়ি আটক করেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − eleven =