নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পানাগড় :: নকল চালান বানিয়ে বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাছে দু’নম্বর জাতীয় সড়কের উপর থেকে তিনটি বালি বোঝায় লরি আটক করে, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা।
বালি বোঝাই লরির চালকদের কাছে বৈধ চালান দেখতে চাইলে,লরির চালকরা যে চালান দেখায় তা নকল চালান হওয়ার কারণে ওই তিন লরি চালককে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কাঁকসা থানার পুলিশ ওই তিন লরি চালককে গ্রেফতার করে বুধবার মহকুমা আদালতে পেশ করে।
ধৃত তিন লরি চালকের নাম সমর মন্ডল, কুদ্দুস শেখ, সোনাই ঘোষ। ধৃত তিনজনেরই বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকাতে।