নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: মঙ্গলবার ২৫,ফেব্রুয়ারি :: জানা গেছে বীরভূমের রামপুরহাট ঝানিয়া বাইপাস এলাকা থেকে অভিযুক্ত হাফিজুল শেখ ,মোশারফ হোসেন ও কার্তিক সাহা। তাদের বাড়ি রামপুরহাটের কালিকাপুরে। অভিযুক্ত মিরাজ আলী বাড়ি রামপুরহাট থানার বনহাট গ্রামে।
তারা রামপুরহাটের ঝনঝনিয়া এলাকায় নকল চালান বিক্রি করতো। আর একজন অভিযুক্তের নাম মাসুদ আলম বাড়ি রামপুরহাটের ভার্সালা পাড়ায়। কম্পিউটার মুদ্রা’র নামে ছাপাখানা প্রেস আছে , অভিযুক্তরা মাসুদ আলাম এর কাছ থেকে নকল চালান ছাপিয়ে ভূমি দপ্তরের নকল সই ও স্ট্যাম্প নকল করে চালান বিক্রি করতো।
রামপুরহাট পুলিশ ঝনঝনিয়া বাইপাস এলাকা থেকে চারজন ধৃতদের গ্রেপ্তার করেছে এবং ছাপাখানার মালিক মাসুদ আলম কে তার ছাপাখানা থেকে গ্রেফতার করেছে। সঙ্গে ছাপাখানার মেশিনপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ।