নকশালবাড়ির বড়মনিরাম জোত এলাকায় খতিয়ানে নথি ভূক্ত ৯৯ বিঘা জমি প্রায় ৫৭ জন বর্গাদারদের হাতে তুলে দিল সারা ভারত কৃষক সভা।

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ৩১,জুলাই :: নকশালবাড়ির বড়মনিরাম জোত এলাকায় খতিয়ানে নথি ভূক্ত ৯৯ বিঘা জমি প্রায় ৫৭ জন বর্গাদারদের হাতে তুলে দিল সারা ভারত কৃষক সভা। বর্গাদারদের সঙ্গে নিয়ে সীমান্ত লাগোয়া এই এলাকায় জমি বন্টন করা হয়।

সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে জানানো হয় জমিতে চাষ করতে গিয়ে বাধার মুখে পড়তে হয় বর্গাদারদের। এদিন সিপিআইএম ও সারা ভারত কৃষক সভা ও বড় মনিরাম জোতের বর্গা উচ্ছেদ কৃষক কমিটি বর্গাদারদের সেই জমিতে লাল ঝান্ডা লাগিয়ে জমিতে চাষ করার অধিকার ফিরিয়ে দেয়।

১৯৭৫ সালের আগে নকশালবাড়ির এই এলাকায় জয়নাল সিং ও গিয়সু সিংহের জমি চাষ করত ৫০এর বেশি বর্গাদার। ১৯৭৫এ মেচী নদীতে বন্যার জেরে পতিত হয় এই জমি।কয়েক বছর ধরে এই জমি চাষযোগ্য হয়েছে।

চাষ করতে গিয়ে বাধার মুখে পড়তে হয় বর্গাদারদের।‌‌ পাশাপাশি বর্গাদারদের না জানিয়ে জমি বিক্রি করে মালিকপক্ষ।এদিন জমি ফিরে পেতেই খুশি বর্গাদাররা। আগামী দিনে জমি চাষ করে তারা ফসলের এক অংশ মালিকপক্ষকে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 10 =