সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ১৭,আগস্ট :: ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত মা। নকশালবাড়িতে তৃণমূল বিজেপি সংঘাত। নকশালবাড়ির মারাপুরে তৃণমূলের এবং বিজেপির বিবাদকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ব্যক্তিগত বিবাদকে কেন্দ্র করে এক INTTUC নেতা ও তার মাকে মারধর করার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাশাপাশি সেই দুষ্কৃতীরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির নকশালবাড়ি এলাকায়।
জানা গেছে, পুরনো শত্রুতার জেরে মনিরাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের উপরে হামলা চালায় বিজেপির দুষ্কৃতীরা। এরপর চা বাগান ইউনিটের সভাপতিকে চাকু মারা হয়। অপরদিকে ছেলেকে বাঁচাতে গিয়ে চাকুর আঘাতে জখম হন মা। আহত ঐ মহিলা বর্তমানে নকশালবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন।
দুই পক্ষের মধ্যে পুরনো বিবাদ নিয়ে এই অশান্তির ঘটনা ঘটে। সেই বিবাদ হাতাহাতিতে পৌঁছে যায় ও ওই INTTUC নেতা মনোজ কুমার শাহ ও তার মাকে মারধর করা হয়। এমনকি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ ওঠে।
এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পুরো ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।