নজরদারি থাকলেও ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তের দক্ষিণ পাড়ার বাসিন্দারা গভীর আতঙ্কে প্রহর গুনছেন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বৃহস্পতিবার ৮,আগস্ট :: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সীমান্ত ১৯২ কিলোমিটার তার মধ্যে স্থল ও জলপথ রয়েছে। নজরদারি থাকলেও ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তের দক্ষিণ পাড়ার বাসিন্দারা গভীর আতঙ্কে প্রহর গুনছেন।

সীমান্তের জিরো পয়েন্টে তাই তীক্ষ্ণ নজর ওপার বাংলার দিকে যে কোন মুহূর্তে বাংলাদেশর দুষ্কৃতীরা বাংলাদেশ ছেড়ে গা ঢাকা দিতে পারে এই গ্রামে। তার কারণ হলো একটাই ঘোজাডাঙ্গার দক্ষিণপাড়া থেকে ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েত এলাকা পর্যন্ত প্রায় এক কিলোমিটার তারের কাঁটাবিহীন সীমান্ত অসুরক্ষিত করে রেখেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে ভারত-বাংলাদেশ সীমানা বরাবর কাঁটাতারের ব্যবস্থা করা হয়েছিল দুই দেশের সুরক্ষা নিয়ে। কিন্তু রাজ্য সরকারের জমি জটের কারণে বেশ কিছু জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। কিন্তু যেসব জায়গায় তারের কাঁটা বেড়া দেওয়া রয়েছে সেটা অতি জঘন্য। লোহার স্ট্রাকচার থাকলেও নেই তার গায়ে কোন তারের বিন্দুমাত্র।

ভারতের বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তের দক্ষিণপাড়া অপরপ্রান্তে বাংলাদেশের সাতক্ষীরা জেলার লক্ষ্মী দাড়ি সীমান্ত এই প্রান্ত থেকে ওই প্রান্তে পায়ে হেঁটে পৌঁছাতে সময় লাগে পাঁচ মিনিট আর সেখানেই দেশবাসীর সুরক্ষা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =