সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: শুক্রবার ২,মে :: শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল লাইনের ব্যস্ততম স্টেশন হলো ডায়মন্ড হারবার রেল স্টেশন ।
প্রতিদিন কয়েক হাজার যাত্রীরা এই স্টেশনের মাধ্যমে তাদের নিজেদের গন্তব্যস্থলে উদ্দেশ্যে রওনা দেয়। ভারতীয় রেলের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেয়া হয়েছে আর সেই পদক্ষেপগুলিকে বাস্তবায়িত করার জন্য সরেজমিনে ডায়মন্ডহারবার রেলস্টেশন পরিদর্শন করতে এলেন শিয়ালদহ ডিআরএম রাজিব সাক্সেনা।
রেল কর্মীদের রানিং রুম পরিদর্শন শিয়ালদহ ডিআরএম এর
ডায়মন্ড হারবার রেলস্টেশন চত্বর এলাকা পরিদর্শন করেন তিনি এই পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক রেলের আধিকারিকেরা। এই দিন ডায়মন্ড হারবার রেলস্টেশন সংলগ্ন এলাকা ঘুরে দেখেন তিনি পাশাপাশি ডায়মন্ড হারবার রেল স্টেশনে কর্মরত স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি।
ডায়মন্ড হারবার রেল স্টেশনে যাত্রী সাধারণের সুরক্ষার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়েও সরোজমিনে খতিয়ে দেখেন তিনি। ডায়মন্ড হারবার রেল স্টেশনের পাশে বেশ কিছু রেলের জায়গা দখল করে রয়েছে ব্যবসায়ীরা সেটিও ঘুরে দেখেন তিনি।
ডায়মন্ড হারবার স্টেশন কি নতুন করে সাজিয়ে তোলার জন্য কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রয়োজন সেই সংক্রান্ত বিষয় নিয়ে রেলের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজীব সাক্সেনা।
যদিও ডায়মন্ডহারবার রেল স্টেশনে কি ধরনের উন্নয়ন হবে সেই সম্পর্কে কিছু না জানালেও রুটিন মাফিক পরিদর্শন বলে জানিয়েছেন শিয়ালদহ রেলের ডিআরএম রাজীব সাক্সেনা।