সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: মাতলা নদীর শাখা নৈপুকুরিয়া নদীবাঁধে ধস । তাই আতঙ্কের মধ্যে অশনি সংকেতের প্রহর গুনছে দক্ষিণ ২৪ পরগনার মধ্যে থাকা সুন্দরবনের কুলতলির এই এলাকার মানুষজন । পূর্ণিমার ভরা কোটালে জলস্তর বেড়ে নতুন করে গ্রামে জল ঢোকার আশঙ্কা করছে দেউলবাড়ী গ্রাম পঞ্চায়েতের কাঁটামারী বাজার এলাকায় বাসিন্দারা ।
ইয়াসের পর জলোস্পিতির কারণে এই এলাকার নদী বাঁধ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে সেই নদীবাঁধ কোন ক্রমে মাটির বাঁধ তৈরি করা হয়েছে । আবারোও গত তিনদিনের টানা বৃষ্টি জেরে নদীগর্ভে মাটি সরে বেশ কিছু অংশে ধ্বস নেমে যায় ।