নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: মঙ্গলবার ১৫,এপ্রিল :: নতুন বছরকে স্বাগত জানাতে হুগলীর গঙ্গার তীর জুড়ে দেখা গেল এক ভিন্নমাত্রার সাংস্কৃতিক আবহ। আজ সকালে, হুগলীর ষন্ডেশ্বরতলা ঘাটে চুঁচুড়া আবৃত্তি সংস্থা(চুঁআস)র পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ আবৃত্তি পাঠ।
নববর্ষের প্রভাতে গঙ্গার ধারায় কাব্যের সুরে ভেসে উঠল আবেগ, আশাবাদ এবং নতুন সূচনার আহ্বান। নতুন বছরকে স্বাগত জানাতে এই উদ্যোগ, অংশগ্রহণকারীদের পাশাপাশি উপস্থিত দর্শকদের কাছেও এক বিশেষ অনুভবের মুহূর্ত হয়ে রইল।
এখানেই শেষ নয়, হুগলী চুঁচুড়া পৌরসভার অন্তর্গত চুঁচুড়া ও চন্দননগরের সংযোগস্থল তুলা পট্টি ঘাটেও, গঙ্গার তীরে ‘হুগলী স্বরসংগম কালচারাল সোসাইটি’-র উদ্যোগে আয়োজিত হয় আরও একটি আবৃত্তি অনুষ্ঠান।