নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ৩,জানুয়ারী :: গত ২৫ নভেম্বর বাংলাদেশে ইসকনের মহাপ্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্ৰেফতার করা করা। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্ৰেফতার করা হয় সন্যাসী কে।প্রায় এক মাস হতে চললো প্রভূর জেল বন্দী।আজ ফের শুনানির জন্য চট্টগ্রাম আদালতে তোলা হয় প্রভূ চিন্ময় কৃষ্ণ দাসকে।
আদালত ফের প্রভূর জামিন খারিজ করে। বাংলাদেশে সন্যাসীর জামিন খারিজ হওয়ার বিষয়ে বর্ধমান জেলা বিজেপি পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলন করেন বিজেপি নেতা রাহুল সিনহা। সাংবাদিক সম্মেলন রাহুল সিনহা বলেন
শুধু মাত্র হিন্দু এবং সনাতনী হওয়ার অপরাধে সন্যাসীর জামিন মঞ্জুর করলো না বাংলাদেশ আদালত। আইনকে গলা টিপে বাংলাদেশে যা হচ্ছে এটা তার জ্বলন্ত উদাহরণ বলে জানান বিজেপি নেতা রাহুল সিনহা।