নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: শনিবার ২৮,ডিসেম্বর :: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমা হাড়োয়া থানা পুলিশের বড়সড় সাফল্য চারটি টোটো চুরি যাওয়া অভিযোগ পেয়েছিলেন তারা তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেন এবং ই দাবাংগের মতো উদ্ধার করে ফেলে হাড়োয়া থানার পুলিশ।
৩০ টি মোবাইল ফোন উদ্ধার করে তুলে দেয়া হলো উপভোক্তাদের হাতে।
মোবাইল চুরি যাওয়া অভিযোগ দায়ের হয়েছিল হাড়োয়া থানায় সেখান থেকেও ৩০ টি মোবাইল ফোন উদ্ধার করে তুলে দেয়া হলো উপভোক্তাদের হাতে। চুরি যাওয়া মোবাইল এবং টোটো উদ্ধারে সক্রিয় ভূমিকা পালন করেছেন হাড়োয়া থানার ভারপ্রাপ্ত অধিকারীক প্রতাপ মোদক অন্যদিকে তদন্তকারী অফিসার প্রেমাংশু মন্ডল তথা হাড়োয়া থানার পিসি পার্টি রীতিমত সক্রিয় ভূমিকা পালন করে ।
মিনাখাঁর ভারপ্রাপ্ত এসডিপিও কৌশিক বসাক হাড়োয়ার ভারপ্রাপ্ত সিআই অভিজিৎ হাইট এবং হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মোদকের উপস্থিতিতে মোবাইল ফোন এবং টোটো গুলি তুলে দেয়া হয় উপভোক্তাদের হাতে। টোটো পাচারের ঘটনায় গ্রেপ্তার এক ধৃত পাচারকারীকে বসিরহাট আদালতে তুললে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।