নতুন বছরের শুরুতেই সুন্দরবনে শুরু হবে পাখি উৎসব , ওয়েবসাইট প্রকাশ বনবিভাগের

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন  :: সোমবার ০৪,ডিসেম্বর ::  আগামী ১৭ জানুয়ারি থেকে সুন্দরবনে শুরু হবে পাখি উৎসব। চলবে ২০ জানুয়ারী পর্যন্ত। তার জন্য আজ থেকে আবেদন করার জন্য ওয়েবসাইট প্রকাশ করলে বনবিভাগ।
উল্লেখ্য প্রথম বার পাখি উৎসবের সমীক্ষা বিশ্লেষণ করে বনদফতর জানিয়েছিলন, সুন্দরবনে ১৪৫ প্রজাতির পাখির দেখা মিলেছে। পাঁচ হাজারের বেশি পাখির দর্শন পেয়েছিলেন উৎসবে যোগদানকারী পাখিপ্রেমীরা।
গত বার তিন দিন ধরে এই উৎসব চললেও এ বার সেই উৎসব চার দিনের হবে বলেই জানিয়েছেন বন দপ্তরের আধিকারীকরা। গত বছর যেখানে ৬টি দলে ৩৪ জন পাখিপ্রেমী উৎসবে যোগদান করেছিলেন,এবার সেখানে ৮ টি দলকে অনুমতি দেওয়া হবে বলে বনদফতর সুত্রে জানা গিয়েছে। ফলে বেশি সংখ্যক পাখিপ্রেমীরা সুযোগ পাবেন পাখি উৎসবে।
বনদফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত বার ৫০০০টির বেশী পাখির দেখা পেয়েছিলেন পাখি উৎসবে যোগদানকারীরা। সেই সময় শীতের শেষের দিকে পাখি উৎসব হয়েছিল। এ বার আরও প্রায় একমাস আগে এই উৎসব হওয়ায় এবং বেশি দিন ধরে হবে। ফলে অনেক বেশি পাখির দর্শন মিলবে বলে আশা প্রকাশ করেছেন বন দফতরের আধিকারীকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =