নদিয়ার কল্যাণীতে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কল্যাণী :: শুক্রবার ৭,ফেব্রুয়ারি :: নদিয়ার কল্যাণীতে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। দুপুর একটা পঞ্চান্ন মিনিট নাগাদ এই বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় সূত্রে খবর। বিস্ফোরণে বেশ কয়েকটি দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকতে যায়। ঘটনায় মৃতের সংখ্যা এখনো পর্যন্ত ৪ জন এদের মধ্যে দুজন মহিলা রয়েছে।

নদিয়ার কল্যানী থানার কুড়ি নম্বর ওয়ার্ডের রথতলা রোহিত পল্লী এলাকায় একটি বাড়ির পেছনে টিন ও বাঁশ দিয়ে তৈরি বাজি কারখানা ছিল বলে জানা গেছে। গোটা এলাকাটি ঘিঞ্জি হওয়ায় দমকল কর্মীরা ঠিকমতো পৌঁছতে পারছিল না। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা মোট চারজন। এদের মধ্যে দুইজন মহিলা রয়েছে ।

বাকি একজনকে উদ্ধার করে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। ঘটনাস্থলে রয়েছে কল্যাণী থানার পুলিশ এবং দমকল কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি বাজি তৈরি করার সময় এই বিস্ফোরণ ঘটে আর তাতেই এই অবস্থা।

ইতিমধ্যেই পুলিশ গোটা এলাকাটি কে ঘিরে রেখেছে। বাজি কারখানার ভেতরে আরো মানুষ থাকতে পারে বলে পুলিশের অনুমান। ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চালাচ্ছে পুলিশ এবং দমকল বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =