নদিয়ার কালিগঞ্জ থানার পালিতবেগে তৃণমূল সিপিএম দুই রাজনৈতিক দলের সংঘর্ষে চললো গুলি। গুলিতে আহত ১ সিপিএম কর্মী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: বৃহস্পতিবার ১৯,সেপ্টেম্বর :: নদিয়ার কালিগঞ্জ থানার পালিতবেগে এলাকায় টিউবওয়েল বসানো কে কেন্দ্র করে তৃণমূল সিপিএম দুই রাজনৈতিক দলের সংঘর্ষে চললো গুলি। গুলিতে আহত ১ সিপিএম কর্মী। এ ছাড়াও সংঘর্ষের ঘটনায় আরও ৩ জন আহত। এলাকায় পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকায় পঞ্চায়েতের একটি টিউবয়েল বসানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এলাকার পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য শামীম শেখ তার দলবল নিয়ে অতর্কিত আক্রমণ এমনকি বোমা এবং গুলি চালায় বলে অভিযোগ। আহত সিপিএম কর্মীর হাতে গুলি লাগে। শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে গুলিতে ব্যক্তি সাফারুল মন্ডল বলেন, আমরা সিপিএম করি বলে ওরা আমাদের উপর আক্রমণ চালিয়েছে পুলিশের সামনে । পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেন তিনি। ইতিমধ্যেই নদীয়ার কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বেশ কয়েকজনের নামে। তবে ঘটনার পর তদন্ত পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =