নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: শুক্রবার ৪,জুলাই :: কালীগঞ্জের মোলান্দি বোমা কাণ্ডে আরো একজন গ্রেফতার। ধৃত ব্যক্তির নাম আবুল কাশেম শেখ বয়স ৫৮ বছর। তাকে নদিয়ার পলাশিপাড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করে কালিগঞ্জ থানার পুলিশ। ধৃত আবুল কাশেমকে আজ কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়।
পুলিশের তরফ থেকে তিন দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছে আদালতে। এখনো পর্যন্ত কালিগঞ্জ বোমা কান্ডে মোট গ্রেফতারের সংখ্যা দশজন। এখনো অধরা ১৪ জন ।
ঘটনার পর মৃত নাবালিকার মা সাবিনা বিবি ২৪ জনের নামে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছিল। এখনো পর্যন্ত পুলিশ ১০ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বাকি ১৪ জনের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।
যদিও পুলিশের ওপর আস্থা হারিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টে আপিল করেছেন সিবিআই চেয়ে। ঘটনার পর পুলিশ অত্যন্ত তৎপর। ঘটনার ১২ দিনের মধ্যে মোট ১০ জনকে গ্রেফতার করেছে। এলাকায় পুলিশ পিকেট বসানোর পাশাপাশি তৈরি করা হচ্ছে পুলিশ ক্যাম্প যার উদ্বোধন হবে আগামী ৮ কিংবা ৯ জুলাই।