নদিয়ার জনবহুল এলাকায় তৈরি হচ্ছে মদের কাউন্টার। প্রতিবাদে গ্রামের শতাধিক মহিলা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: ১০,মে :: জনবহুল এলাকায় তৈরি হচ্ছে মদের কাউন্টার। প্রতিবাদে গ্রামের শতাধিক মহিলা। বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জমা দেওয়া হয় গণ স্বাক্ষর করে মাস পিটিশন। গ্রামবাসীদের দাবি, মদের কাউন্টার তৈরি করা বন্ধ না হলে আগামী দিনে বিক্ষোভের রাস্তা বেছে নেবেন তারা। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের জামলা ডাঙ্গা গ্রামের।

গ্রামবাসীদের দাবি ওই গ্রামে প্রায় ১০০ টি পরিবার রয়েছে, প্রত্যেক পরিবারই দিনমজুরের কাজ করে সংসার চালান। বাড়ির মহিলারা মাঠে জন খাটে। অভিযোগ, হরিপুর পঞ্চায়েত এলাকার এক ব্যক্তি ওই এলাকায় তৈরি করছে একটি মদের কাউন্টার। গ্রামবাসীরা কথা বলে কাউন্টারের মালিকের সাথে। অভিযোগ প্রশাসন কিছুই করতে পারবে না বলে হুমকি দেয় কাউন্টারের মালিক, এরপরেই ক্ষোভে ফেটে পড়ে ওই গ্রামের শতাধিক মহিলা।

প্রত্যেকেই সংগ্রহ করে গণস্বাক্ষর, আজ জেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জমা দেন মাস পিটিশন। জানানো হয় শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী কে। পাশাপাশি হরিপুর পঞ্চায়েত প্রধান শোভা সরকারকেও লিখিতভাবে জানান গ্রামের মহিলারা। অন্যদিকে শান্তিপুর থানাতেও জমা দেন মাস পিটিশন।

গ্রামের মহিলাদের দাবি, এলাকায় যদি মদের কাউন্টার তৈরি হয় তাহলে তারা বসবাস কিভাবে করবেন । আনাগোনা হবে বহিরাগত মদ্যপ যুবকদের। তাদের ছোট ছোট সন্তান রয়েছে, তারা কি শিখবে, নষ্ট হবে পরিবেশের ভাবমূর্তি। এমনিতেই তাদের স্বামীরা জন খেটে সংসার চালান, মদের কাউন্টার তৈরি হলে তারাও নেশায় আসক্ত হয়ে পড়বে, সংসারে শুরু হবে অশান্তি।

তাই আগে থাকতে জানতে পেরে প্রতিবাদে সরব হয়েছেন তারা। যদিও প্রতিবাদী মহিলাদের দাবি, সমস্ত প্রশাসনিক দপ্তরে তারা অভিযোগ জমা দিয়েছেন প্রশাসন যদি এর সঠিক ব্যবস্থা গ্রহণ না করে তাহলে গোটা গ্রামের মহিলারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। এখন দেখার গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 4 =