নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নকাশিপাড়া :: বুধবার ২৬,ফেব্রুয়ারি :: নদিয়ার নাকাশিপাড়ার পাতপুকুর গ্রামে খাদ্য বিষক্রিয়ার ফলে অসুস্থ হলো কমপক্ষে ৫০ জন। অসুস্থতার সংখ্যা ক্রমশ বাড়ছে বলে স্থানীয় সূত্রে খবর। নদীয়ার নাকাশিপাড়া থানার পাটপুকুর গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানের রান্না করা খাবার খায় সকলে। এরপর থেকেই অসুস্থ হতে শুরু করে একের পর এক মানুষ।
এরপর অসুস্থদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতালে অসুস্থদের চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে খবর পাতপুকুর গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল আর সেই অনুষ্ঠানের ভাত খাওয়ার পরেই মানুষজন অসুস্থ হতে শুরু করে। তৎক্ষণাৎ তাদের নিয়ে আসা হয় হাসপাতালে।
গ্রামেও অসংখ্য মানুষজন অসুস্থ অবস্থায় মধ্যে রয়েছে। ইতিমধ্যেই সরকারি হাসপাতালে চিকিৎসার পাশাপাশি গ্রামেও মেডিকেল টিম পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে পারে বলে জানা গেছে। কি কারনে এই সমস্যা তার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।