নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: ট্রাক্টারের ধাক্কায় মৃত বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে নদিয়া নাকাশিপাড়ার গোবীপুরে। ইটভাটার টাকা আনতে যাচ্ছিল দুই বাইক যাত্রী মিকাইউল মন্ডল ও বাইক চালক লাল্টু মন্ডল। গোবীপুর ভাটার কাছে তাদের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয় । একটি দূরন্ত গতিতে ট্রাকটারের পেছনে ডালায় ধাক্কা লাগে বাইক আরোহী মিকাইউলের ।
ধাক্কা লেগে মাথায় গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা প্রথমে তাকে শক্তিনগর হাসপাতালে পাঠান । এরপরে কিছুক্ষণ বাদেই তিনি মারা যান হাসপাতালে। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নদীয়ার নাকাশিপাড়া বাধাখোলায় তার বাড়ি। বয়স ৪৫ বছর। জানালেন তার আত্মীয় রফিকুল মন্ডল।