নদিয়ার বাহাদুরপুর ১২নম্বর জাতীয় সড়কে দুটি বাসের সংঘর্ষে এক শিশু সহ মৃত ৩ আহত ৬ জন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: বৃহস্পতিবার ৮,জানুয়ারি :: নদিয়ার বাহাদুরপুর ১২ নম্বর জাতীয় সড়কের ওপর দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের ফলে দুর্ঘটনায় মৃত্যু এক শিশু সহ মোট তিন জনের। শীতের রাতে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়া থানার ১২ নম্বর জাতীয় সড়ক বাহাদুরপুর এলাকায়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি বহরমপুর গামী বেসরকারি বাসের সাথে মায়াপুর থেকে কৃষ্ণনগর গামী একটি বাসের সংঘর্ষ হয়। ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এক শিশুসহ ৩ জনকে মৃত বলে ঘোষণা করে।

আহত আরো ৬ জন চিকিৎসাধীন শক্তিনগর জেলা হাসপাতালে। ঘটনা মৃত তিনজনের নাম রোজিনা খাতুন (২৫), রাশিদ শেখ (৬), আরো একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি যার বয়স আনুমানিক ৫০ বছর। ইতিমধ্যেই গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ। একটি গাড়ির চালক পলাতক। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =