নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: মঙ্গলবার ২০,আগস্ট :: নদিয়ার বিজয়পুর সীমান্তে ৬ কেজি ওজনের ৪ কোটি টাকার সোনা উদ্ধার করল বিএসএফ।প্রহরারত বিএসএফ জওয়ানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালানোর সময় কোমরে বাধা সোনা পড়ে যায় পাচারকারীর কাছ থেকে। যার ওজন প্রায় ৬ কেজিরও বেশি।
বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা। স্থানীয় সূত্রে খবর নদীয়ার গেদে বিজয়পুর সীমান্তে এক সাইকেল আরোহীকে দেখে সন্দেহ হয় বিএসএফের। তাকে দাঁড়াতে বললে বিএসএফ জওয়ানের সাথে ধস্তাধস্তি শুরু করে। ধস্তাধস্তির সময় বিএসএফ জওয়ানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ছুটে পালিয়ে যায় পাচারকারী। পাচারকারীর কোমরে বাধা সোনা পড়ে যায়।
বিএসএফ পাচারকারীকে লক্ষ্য করে গুলি চালালেও সে গুলি তার শরীরে লাগেনি। অবশেষে সমস্ত সোনা উদ্ধার করে প্রহরারত বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়ন। তবে তবে ইতিমধ্যেই পাচারকারীর খোঁজে তল্লাশি শুরু করেছে বিএসএফ এবং স্থানীয় পুলিশ।