নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: বুধবার ৫,মার্চ :: নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অজানা জন্তুকে ঘিরে চাঞ্চল্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটা নীলগাই। স্থানীয় সূত্রে খবর নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গেদে উত্তর পাড়ায় হঠাৎই শুক্রবার থেকে দেখা মিলেছে নীল গাই এর মত দেখতে অজানা এক প্রাণী।
আর যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা চত্বরে। অজানা এই জন্তু মানুষের ক্ষতি এবং ফসলের ক্ষতি করতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা। এই জন্তু দেখবার পরেই খবর দেওয়া হয়েছে বনদপ্তরে। ইতিমধ্যেই বনদপ্তর এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জন্তুটিকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের ধারণা অজানা এই জন্তু ঠিক কোথা থেকে এলো তা নিয়ে রীতিমত চিন্তিত। যেহেতু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এটা কি পাচারের উদ্দেশ্যেই নিয়ে আসা হয়েছিল কিনা তা নিয়েও অনেকে মত পোষণ করেছেন।
বাংলাদেশের এই কঠিন পরিস্থিতির মধ্যে নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এইরকম নীলগাই প্রজাতির জন্তুকে ঘিরে রীতিমতো সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।