নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: মঙ্গলবার ৪,নভেম্বর :: নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মাজদিয়া, শিবনিবাসে ১০৩ নম্বর বুথে এনিউমারেশন ফর্ম দেওয়া শুরু হলো আজ থেকে।
এই ফর্ম বিএলও রা এলাকার সকলের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের হাতে পৌঁছে দেয়। পূর্ব ঘোষিত অনুযায়ী ৪ নভেম্বর ভোটার তালিকা যাচাই এর জন্য বাড়ি বাড়ি যাবার কথা ছিল।
সমস্ত সাধারণ মানুষের মধ্যে এসআইআর নিয়ে আতঙ্ক কাজ করছিল। পাড়ায় পাড়ায় প্রতিটি সাইবার ক্যাফেতে ২০০২ সালের ভোটার তালিকা তোলার জন্য দীর্ঘ লাইন পড়েছে বেশ কদিন ধরেই। মুখে না বললেও সাধারণ মানুষের মনে যে এস আই আর আতঙ্ক বাসা বেধেছে তা কিন্তু তাদের শারীরিক ভাষাতেই স্পষ্ট।
বিশেষ করে ওপার বাংলা থেকে আসা ভারতে বসবাসকারী সমস্ত মানুষ এখন আতঙ্কিত। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যদিও এলাকায় এলাকায় গিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করেছে তবুও ভয় ভীতি ও শঙ্কা কাজ করছে তাদের মনে।
সোশ্যাল মিডিয়ায় যখন গুজব রটছে একের পর এক সীমান্ত খালি হয়ে যাচ্ছে তার ভিন্ন চিত্র দেখা গেল নদীয়ার কৃষ্ণগঞ্জ এলাকায়। কৃষ্ণগঞ্জ সীমান্তবর্তী এলাকায় এখনো পর্যন্ত সীমান্ত থেকে কোন পরিবার পালিয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি। সকলেই এতদিন যাবত যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করত তারা নথি সংগ্রহের কাজেই এখন বেশি ব্যস্ত।

