নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: রবিবার ২৫,জানুয়ারি :: পরিবর্তন সংকল্প সভা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিলেন চলচ্চিত্র অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। নবদ্বীপ বিধানসভার ভালুকায় নদিয়া দক্ষিণ বিজেপির উদ্যোগে পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয়।
এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।আর এই সভাকে ঘিরে সকাল থেকেই প্রস্তুতি ছিলো তুঙ্গে । এদিনের সভায় মিঠুন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিন জেলার সভানেত্রী অপর্না নন্দী, সাংসদ জগন্নাথ সরকার, সহ জেলা, রাজ্য নেতৃত্ব।
শাসক তৃণমূলকে তির্যক ভাষায় আক্রমণ করে উপস্থিত বিজেপি নেতৃত্ব সকলে। পাশাপাশি সভায় মিঠুন চক্রবর্তী বক্তব্যেও তৃণমূলকে তির্যক ভাষায় আক্রমণ করে, এছাড়াও এদিন সভায় দলীয় কর্মীদেরও গোষ্ঠী কোন্দল থাকলেও আগামী নির্বাচন পর্যন্ত তা থামিয়ে সকলে এক হয়ে নির্বাচনে ঝাপিয়ে পড়তেও আহবান জানান মিঠুন চক্রবর্তী।
রাজ্যের একাধিক জায়গায় এবছরের সরস্বতী পূজোয় বাধা দানের যে অভিযোগ উঠেছিলো তা নিয়েও শাসক দলকে নিশানা করেন অভিনেতা মিঠুন।এদিন নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে জনসমাগম ছিল যথেষ্ট চোখে পড়ার মতো।

