নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: রবিবার ১২,অক্টোবর :: নদিয়ার সীমান্তে সোনা পাচার রুখলো বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ান। ২ কিলো ৩০০ গ্রাম সোনার ২০ টি বাট সহ গ্রেফতার এক ভারতীয় পাচারকারী।
বিএসএফ সূত্রে খবর, নদিয়ার ভীমপুর থানার মলুয়াপাড়া এলাকার ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশি সোনা পাচারকারীরা ভারতীয় পাচারকারীদের হাতে প্রায় দু কিলো ৩০০ গ্রাম সোনার বাট পাচার করে। ঠিক সেই সময় বিএসএফের জওয়ানরা সোনা সহ এক ভারতীয় এক পাচারকারীকে গ্রেফতার করে।
যদিও বাংলাদেশি সোনা পাচারকারীরা তৎক্ষণাৎ ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা এখন তদন্ত সাপেক্ষ। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায় বলে বিএসএফ সূত্রে খবর। তবে এত সংখ্যক সোনা কোথা থেকে কোথায় বাজার করা হচ্ছিল এবং এই ঘটনার সাথে কারা কারা যুক্ত ছিল তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ ও বিএসএফ।