নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: আজ দুর্ঘটনায় আহত 2 রোগীকে কল্যানী কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালে দুর্ঘটনায় আহত 2 রোগীকে হাসপাতালে শল্য বিভাগে নিয়ে যাওয়া হয়। অভিযোগ সেখানেই সিনিয়র এবং জুনিয়র ডাক্তারকে রোগীর আত্মীয়রা মারধর করে।এরপরে কাজ বন্ধ করে আন্দোলন শুরু করে জুনিয়ার চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়ারা|যতক্ষণ না চিকিৎসকদের নিরাপত্তাব্যবস্থা সুনিশ্চিত করবে হাসপাতাল কর্তৃপক্ষ ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি।যদিও আন্দোলনকারীদের দাবী চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।অভিযুক্ত রোগীর পরিবারের দাবি কর্তব্যরত চিকিৎসক আহত রোগীকে প্রথমে মারধর করে, তারপরে পরিবারের লোক ধাক্কাধাক্কি করে চিকিৎসকদের ।