নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: বুধবার,০৭ জানুয়ারি :: নেই পর্যাপ্ত পরিকাঠামো, ঝুঁকিপূর্ণ হলেও রোগীর প্রাণ বাঁচানোই একমাত্র লক্ষ্য ছিল চিকিৎসকদের। মেডিকেল কলেজ হাসপাতাল নয় এবার জেলার স্ট্রেট জেনারেল হাসপাতালে অস্ত্রোপচার করে বার করা হল ৫ কেজি ওজনের টিউমার।
স্বাভাবিকভাবেই চিকিৎসকদের সফল অস্ত্র প্রচারে প্রাণ ফিরে পেলো দরিদ্র পরিবারের ৪৩ বছর বয়সী হাসিনা বিবি । নদিয়ার শান্তিপুর বেড় পাড়ার বাসিন্দা পিন্টু উদ্দীন আলীর স্ত্রী হাসিনা বিবি মাসকয়েক আগে পেটের সমস্যাজনীত রোগে আক্রান্ত হন। যত দিন যায় ততই বাড়তে থাকে জরায়ু টিউমারের ওজন ।
দরিদ্র পরিবার হওয়ার কারণে হাসপাতালেই একমাত্র ভরসা ছিল তাদের স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক পবিত্র ব্যাপারীর নেতৃত্বে গঠিত হয় একটি বিশেষ টিম। চারজন চিকিৎসকের সিদ্ধান্তে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও এক ঝুঁকিপূর্ণ বিষয় রক্তের যোগান,, শান্তিপুর হাসপাতালে নেই ব্লাড ব্যাংক,, তবুও চিকিৎসকদের চেষ্টায় যোগাড় করা হয় রক্ত।
এরপরে অ্যানেস্থ্যাসিস চিকিৎসক গাইনোকলজিস্ট চিকিৎসক ও আরো দুই অভিজ্ঞ চিকিৎসকের প্রচেষ্টায় মঙ্গলবার দুপুরে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে অস্ত্র প্রচার হয় হাসিনা বিবির।কি হবে, হাসিনা বিবির? নতুন করে জীবন ফিরে পাবে কিনা এই নিয়ে ধোঁয়াশায় ছিলেন পরিবার। আশ্বস্ত করেছিলেন চিকিৎসকেরা।
অবশেষে সাফল্য অর্জন করে চিকিৎসকরা। দীর্ঘ সময় ধরে অস্ত্রোপচার করে সফল হয় চিকিৎসকেরা।স্বামী পিন্টু উদ্দিন আলীর কথায়, তিনি ভাবতেই পারেননি সরকারী হাসপাতালে এই পরিষেবা তিনি পাবেন।
স্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে কুর্নিশ জানিয়েছেন চিকিৎসকদের। এখন সুস্থ হাসিনা বিবি, পাঁচ কেজির টিউমার প্রাণঘাতী হয়ে উঠেছিল হাসিনা বিবির। অবশেষে বিপদমুক্ত।

