নদিয়ায় নার্সিং হোমের ভুল চিকিত্সায় রোগীর মৃত্যু – দেহ নিয়ে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: কয়েকদিন আগে ফুলিয়ার বাসিন্দা মল্লিকা বসাক তার পেটে টিউমার নিয়ে স্থানীয় ড: সৈকত সরকার নামে এক গাইনেকোলজিস্ট ডাক্তারকে চেম্বারে দেখালে সেখানে বেশ কয়েকদিন চিকিৎসা করার পর সুরাহা না হওয়ায় অপারেশনের সিদ্ধান্ত নেয় ঐ ডাক্তার ।

ঐ ডাক্তার একটি বেসরকারি নার্সিং হোমে অপারেশনের কথা জানালে ঐ নার্সিং হোম জানায় সেখানে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা হয় না । তারপরই রাণাঘাটের অন্য একটি বেসরকারি নার্সিং হোমে অপারেশনের জন্য ভর্তি করা হয় রুগিকে । সেখানে সমস্ত পরীক্ষা করে অপারেশন করার পর কিছুক্ষন ভালো থাকলেও তারপরই আরো বেশি অসুস্থ হতে থাকে তারপরই সেই রুগিকে রেফার করা হয় কলকাতার আর জি কর হাসপাতালে ।

পরে রুগি পরিবার আর জি করে রুগি নিয়ে গেলে তারা ঐ ডাক্তারের পরিচয় দিলে ভর্তি নেয় আর জি কর ।সেখানে আবার অপারেশন করতে বলা হয় রুগি পরিবারকে সেখানে প্রায় ৪ ঘন্টা অপারেশন করে বলা হয় আগের যে নার্সিং হোমে অপারেশন করা হয় সেখানে ভুল অপারেশন করা হয়েছে যার ফলেই ওনাকে বাঁচানো সম্ভব নয় । পরে মৃত্যদেহ নিয়ে রানাঘাটের নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখায় রুগির পরিবার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =