নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ৬,আগস্ট :: পূর্ব বর্ধমান জেলার বুক চিরে বয়ে গেছে দামোদর নদ ও ভাগীরথী নদী, টানা কয়েকদিনের বৃষ্টি এবং ডিভিসি এর জল ছাড়ার কারণে নদীগুলোতে জল বইছে বিপদসীমার উপর দিয়ে, প্রশাসনের পক্ষ থেকে নোটিশ জারি করে বন্ধ করে দেওয়া হয়েছে জামালপুরের অমরপুর ঘাট।
আর এই ঘাট গুলো বন্ধ হওয়ার কারণে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, নদী পার হয়ে অনেক ছাত্র-ছাত্রী স্কুলে যাওয়া আসা করে তাদের ছিলো পরীক্ষা কিন্তু নদীর ঘাট বন্ধ হওয়ার স্থগিত হয়ে গেছে ছাত্র-ছাত্রীদের স্কুলে পরীক্ষা। প্রতিদিন জীবন জীবিকার টানে যে সমস্ত মানুষ নদী পারাপার করেন তারা পড়েছেন চরম অসুবিধার মধ্যে ।
দীর্ঘ পথ ঘুরে তাদের যেতে হচ্ছে গন্তব্যে এমনই জানাচ্ছেন নৌপথের যাত্রীরা। ফেরিঘাট এর পক্ষ থেকে জানানো হচ্ছে নদীতে প্রচুর স্রোত এবং অনেক নোংরা আবর্জনা আসার কারণে তাদের নৌযানের পাখা আটকে যাচ্ছে যার জন্য আপাতত প্রশাসনের অনুমতি ছাড়া কোন ধরনের নৌযান নদী পারাপার হতে পারছে না ।
সাধারণ মানুষের দাবি এখানে যদি ব্রিজ তৈরি করা যেত তাহলে এই ভোগান্তি তাদের পোহাতে হতো না, অবিলম্বে ব্রিজ তৈরি করার দাবী জানান নিত্যযাত্রীরা।