নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: মঙ্গলবার ২৫,জুন :: সোমবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমার জি প্লটের কাছে গোবদিয়া নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিল ১৩ বছরের মানিক ভক্তা নামে এক নাবালক। মানিক সত্যদাসপুর এ থাকতো। নদীতে কাঁকড়া ধরার সময় ঘটে অঘটন ।
একটি কুমির কামড় বসায় মানিকের পায়ে ও টানতে টানতে নদীর জলে নিয়ে চলে যায়। বাঁচার জন্য চিৎকার শুরু করে দেয় সে । তার আর্ত চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধারের জন্য এগিয়ে এলেও কোন লাভ হয়নি । কুমিরটি মানিককে টানতে টানতে নদীর ভারী জলে নিয়ে চলে যায়। এরপরে খবর দেওয়া হয় রামগঙ্গা রেঞ্জের বন বিভাগের অফিসে ।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান বনকর্মীরা। এরপর পাথরপ্রতিমার গোবর্ধনপুর উপকূল থানার পুলিশকে সঙ্গে নিয়ে বনকর্মীরা নদীতে নিখোঁজ নাবালকের তল্লাশি শুরু করেন। যদিও মঙ্গলবার সকাল পর্যন্ত নিখোঁজ ওই নাবালকের কোন সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন খাঁড়ি এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।এই ঘটনায় ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে । কান্নায় ভেঙে পড়েছেন মানিকের মা বাবা।