নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ১২,মে :: নদীতে ঠাকুর বিসর্জন করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের। রবিবার বিকেল আনুমানিক চারটে নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার সদরঘাট এলাকায়। জানা গেছে মৃত ওই কিশোরের নাম আস্তিক রায়(১৭), বাড়ি পুরাতন মালদা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনি এলাকায়।পরিবার সূত্রে জানা গেছে, ওই কিশোর আজ বন্ধুদের সাথে পুরনো শিব প্রতিমা নিয়ে পার্শ্ববর্তী মহানন্দা নদীতে নিরঞ্জন দিতে যায় এবং সেইখানে গিয়ে ঘটে বিপত্তি। নদীতেই তলিয়ে যায় সেই কিশোর। দীর্ঘ খোঁজ করেন পরিবারের লোকজনেরা পাওয়া যায়নি সেই কিশোরের ।
পরবর্তীতে মালদা থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলার টিম দিয়ে খোঁজ শুরু করে। খোঁজ করার পর অবশেষে তার দেহ উদ্ধার হয়। তাকে উদ্ধার করার পর মালদার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। এদিকে আস্তিকের মৃত্যুতে নেমে এসেছে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া। পুরো ঘটনার তদন্ত নেমেছে মালদা থানার পুলিশ।