নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২,জুলাই :: মালদা-মানিকচক;নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল এক মৎস্যজীবীর।ঘটনাকে কেন্দ্রকে করে শোকের ছায়া নেমে এসেছে মালদার মানিকচক ব্লকের অন্তর্গত ধরমপুর অঞ্চলের সদাগরটোলা এলাকায়।মৃত ব্যক্তির নাম গণেশ মন্ডল(৩৪)।পরিবারে স্ত্রী সহ চারটি সন্তান রয়েছে।
জানা গেছে,রবিবার ভোর রাত থেকেই গোটা মানিকচক জুড়ে শুরু হয় প্রবল বৃষ্টিপাত সাথে বিদ্যুৎতের ঝলকানি।এদিন ভোর প্রায় সাড়ে চারটে নাগাদ দুই পয়সা রোজগারের তাগিদে বাড়ির পাশ্ববর্তী নদীতে মাছ ধরতে যায় গনেশ।সেখানেই বাজ পড়ে মৃত্যু হয় গণেশের বলে জানা গেছে।
দীর্ঘক্ষন সময় কেটে গেলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন নদীতে গিয়ে দেখেন মৃত আবস্থায় পড়ে রয়েছে ব্যক্তিটি।তরিঘড়ি উদ্ধার করে মানিকচক গ্রামীন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষনা করেন।
দেহটি নিজের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের মর্গে পাঠায় মানিকচক থানার পুলিশ।অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।