নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধুপগুড়ি :: রবিবার ১৭,আগস্ট :: গিলান্ডি নদীতে স্নান করতে তলিয়ে গেল এক কিশোর । ঘটনাটি ঘটেছে শনিবার ধুপগুড়ি এক নম্বর ওয়ার্ডের জংলিপাড়া এলাকায়। চার ঘন্টা ধরে খুঁজে পাওয়া যায়নি ছেলেটিকে। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় স্থানীয় বাসিন্দারা কিশোরকে জল থেকে উদ্ধার করে।
কলেজ পাড়ার লাল স্কুল সংলগ্ন এলাকার কিশোর শনিবার দুপুরে স্নান করতে নামে গিলান্ডি নদীতে। জলে নামতেই কিছুক্ষণের মধ্যেই জলের স্রোতে ডুবে যায় কিশোর । তৎক্ষণাৎ অন্যান্য বন্ধুরা চিৎকার শুরু করে। চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে। পরবর্তীতে স্থানীয়রাই ওই কিশোরকে উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে দমকল কর্মীরা কিশোরকে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসে। ওই কিশোরের অবস্থা আশঙ্কাজনক হয় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে।
অন্যদিকে দেরিতে যাবার কারণে স্থানীয়রা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন হাসপাতাল চত্বরে। এমনকি অভিযোগ সিভিল ডিফেন্সের কর্মীরা দীর্ঘক্ষণ পরে ঘটনাস্থলে আসেন।