নদীয়ায় পৌরসভার তৈরি বুস্টিং পাম্পের তালা ভেঙে দুষ্কৃতী তাণ্ডব, ভেঙে ফেলা হয় পাম্পের যন্ত্রাংশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: সোমবার ২৪,জুন:: পৌরসভার তৈরি বুস্টিং পাম্পের তালা ভেঙে দুষ্কৃতী তাণ্ডব, ভেঙে ফেলা হয় পাম্পের যন্ত্রাংশ, ঘটনায় জল কষ্টে পৌরসভার একাধিক ওয়ার্ডের মানুষজন। এমন ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে নদিয়ার শান্তিপুর বাইগাছি পাড়া এলাকায় ।

বুস্টিং পাম্পের তালা ভেঙে চেয়ার, পাম্পের যন্ত্রাংশ ভেঙে অকেজো করে ফেলে রেখে চলে যায় কিছু দুষ্কৃতী,। যদিও এই পাম্পের ওপর নির্ভরশীল বেশ কয়েকটি ওয়ার্ডের সাধারণ মানুষ। তীব্র গরমে জলকষ্টের সম্মুখীন হয়ে রীতি মতো ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। যদিও এই ঘটনা সামনে আসার পরই ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ।

কিভাবে এই ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করার পাশাপাশি, এই ঘটনার সাথে কারা যুক্ত সেই ব্যক্তিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, মানুষের পরিষেবায় বিঘ্ন ঘটানোর জন্য দুষ্কৃতীরা চক্রান্ত করে এই কাজ করেছে, পৌরসভা এর কড়া পদক্ষেপ নিতে চলেছে। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি ঘটনার সত্য উদঘাটন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 5 =