নদীয়ার কৃষ্ণগঞ্জ শিব নিবাস মন্দিরে পালন করা হল শীতলা অষ্টমী পুজো।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: ১৫ই,মার্চ :: প্রথাগত নিয়ম মেনেই ভক্তি সহকারে নদীয়ার কৃষ্ণগঞ্জ শিব নিবাস মন্দিরে পালন করা হল শীতলা অষ্টমী পুজো। জানা যায় কয়েকশো বছরের পুরনো প্রাচীন এই মন্দির তৈরি করেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র। পুরান মতে মহারাজ কৃষ্ণচন্দ্র বর্গীদের আক্রমণের হাত থেকে রক্ষা করতেই এই মন্দির প্রতিষ্ঠা করেন।

আর সেই সময় থেকেই চলে আসছে মন্দিরে পূজা অর্চনা। শিব নিবাস মন্দিরে শিবের পুজোর পাশাপাশি শীতলা অষ্টমীর দিনে পালন করা হয় শীতলা মায়ের পুজো।

আজও হল না তার ব্যতিক্রম, প্রথাগত নিয়ম মেনেই মহাসমারহে ভক্তদের সমাগমে পালিত হলো মা শীতলার পুজো। জানা যায় পুজোর দিনে এলাকার সমস্ত মানুষের বাড়ি থাকে অরন্ধন। অর্থাৎ এলাকার কোন বাড়িতেই এদিন রান্না করা হয় না। গতকালের রান্না করা ঠান্ডা খাবারই প্রত্যেকে গ্রহণ করবেন বলে জানা যায়। এমনকি মাকেও ঠান্ডা ভোগ, কাঁচা দুধ, ডাব ইত্যাদি অর্পণ করা হবে।

সকাল থেকেই চলবে এই পূজা অর্চনা। দূর দূরান্ত থেকে স্থানীয় বহিরাগত ভক্তরা এসে মায়ের পুজো দেন আজকের দিনে। প্রশাসনের ভূমিকাও ছিল তৎপর। সুষ্ঠুভাবে যাতে ভক্তরা পুজো দিতে পারেন এবং কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণে তৎপর ছিলেন কৃষ্ণগঞ্জ পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 9 =