নিজস্ব সংব্দ্দাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: রবিবার ৩১,আগস্ট :: ঈশিতা মল্লিক শুট আউট এর ঘটনায় পুলিশের উপর আস্থা রাখছেন মা বাবা। ৬ দিন পরে মেয়েকে গুলি করে হত্যার ঘটনায় মুখ খুললেন ঈশিতার বাবা-মা।
উল্লেখ্য গত সোমবার দুপুরে নদীয়ার কৃষ্ণনগর শহরতলীর মানিকপাড়া এলাকার বাসিন্দা দুলাল মল্লিকের বাড়িতে হঠাৎই আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করে দেশরাজ সিং নামে এক যুবক। দোতলার ঘরে উঠে ঈশিতাকে লক্ষ্য করে কাছ থেকে পরপর তিনটি গুলি করে মাথায়।
রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ঈশিতা, নিয়ে যাওয়া হয় শক্তি নগর জেলা হাসপাতালে। শেষ রক্ষা আর হলো না, চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। প্রশ্ন উঠছে দুলাল মল্লিকের বাড়ির সন্নিকটে রয়েছে একাধিক প্রশাসনিক ভবন।
উল্লেখযোগ্য বিষয় হাই সোসাইটি প্লেস, কিন্তু ভরদুপুরে কি করে একজন দুষ্কৃতী এইভাবে শুট আউটের ঘটনা ঘটালো, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক।
শনিবার ৬ দিন কেটে গেলেও এখনো অধরা অভিযুক্ত, পুলিশ জেলার বিভিন্ন স্তর থেকে শুরু করে ভিন রাজ্যতেও চিরুনি তল্লাশি চালাচ্ছে, কিন্তু অভিযুক্ত দেশ রাজকে কিছুতেই পাকড়াও করতে পারছে না।
ছয় দিন পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়লেন বাবা দুলাল মল্লিক ও মা কুসুম মল্লিক, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন, চাইছেন ফাঁসি হোক।
কিন্তু যতদিন না পর্যন্ত অভিযুক্ত দেশরাজ পুলিশের জালে ধরা পড়ছে ততক্ষণ পর্যন্ত দেশরাজকে খুঁজতে মরিয়া পুলিশ। এখন দেখার নদীয়ার কৃষ্ণনগর শহরতলীর শুট আউট এর ঘটনায় অভিযুক্ত দেশরাজকে কত দিনে পাকড়াও করতে পারে পুলিশ।
অন্যদিকে মেয়ের নৃশংস খুনের ঘটনার পর নিজের বাড়ির নিরাপত্তার স্বার্থে লাগানো হয় সিসি ক্যামেরা।