নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: নদীয়ার ভীমপুর থানার অন্তর্গত রামপুর গ্রামের ব্রিজের বেহাল দশা । প্রতিদিন প্রতিনিয়ত প্রায় দুই হাজার মানুষ যাতায়াত করে এই ব্রিজের উপর দিয়ে কলেজে র ছাত্রছাত্রী থেকে শুরু করে আইসিডিএস এর কর্মীরা এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে।
এই ব্রিজ বাদে অন্য জায়গা দিয়ে ঘুরে যেতে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার সময় লাগবে ভীমপুর অথবা আসাননগর যেতে হলে ফলে নিত্যযাত্রী সাধারণ ছাত্র-ছাত্রী এবং সরকারি কর্মচারীদের যেতে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয়। যাতে এই ব্রিজ তাড়াতাড়ি মেরামত অথবা নতুন কাঠের ব্রিজ করা হলে ভালো হয় এলাকাবাসী মনে করছেন যেকোনো কোনো পরিস্থিতিতে বড় ধরনের বিপদে র সম্মুখীন হতে পারে সাধারণ মানুষ।
এই বিষয়ে এলাকা সাধারণ মানুষের সঙ্গে কথা বললে তারা জানান যে বিষয়টি পঞ্চায়েতে জানানো হয়েছে এই । গত দু’দিন আগে একজন ব্রিজের উপর দিয়ে আসার সময় আহত হয়েছে। ভীমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সঙ্গে কথা বললে তিনি তাড়াতাড়ি কাজ শুরু হবে বলে জানিয়েছেন l এই ব্রিজের কাজ তাড়াতাড়ি শুরু হলে ছাত্র থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষ উপকৃত হবে বলে জানিয়েছেন এলাকাবাসী