নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: মঙ্গলবার ২৪,ডিসেম্বর :: নদীয়ার শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাটে ভেসেলের ডালা থেকে পড়ে গেল লরি অল্পের জন্য রক্ষা। ফের যাত্রী পারাপার এবং ভেসেল পারাপার নিয়ে উঠছে বড়সড়ো প্রশ্ন। ভেসেল থেকে লরি পড়ে যাওয়ার কারণে বন্ধ যানবাহন পারাপার।
প্রসঙ্গত কিছুদিন আগেই ভেসেল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে লরি পড়ে যাওয়ার ঘটনায় প্রাণ যায়, এক ছানা ব্যবসায়ীর এরপর ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী বন্ধ করে দেয়া হয় ফেরি চলাচল। পরে পুলিশের পদক্ষেপে মৃতদেহ উদ্ধারের পর চালু হয় ভেসেল পরিষেবা। ঘটনায় বিজেপির পক্ষ থেকে একাধিকবার আন্দোলন করা হয় ঘাট চত্বরে।
আজ ফের সকালে ভেসেল থেকে লরির আসার সময় ভেসেলের ডালা ভেঙে যাওয়ায় নদীপারেই পড়ে যায় লরি, আর তাতেই শুরু হয়েছে যাত্রী পরিষেবা এবং ভেসেল পরিষেবা নিয়ে বড়সড়ো প্রশ্ন। তবে লরি তুলতে আনা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ক্রেন। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ।