নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মল্লারপুর :: সোমবার ১৬,সেপ্টেম্বর :: দুদিন ধরে টানা বৃষ্টিবাদের পর দ্বারকা নদীতে বেড়েছে জল স্তর যার ফলে নদীর দুই প্রান্তে পাকা রাস্তায় ছাপিয়ে উঠছে জল, আতঙ্কে রয়েছে এলাকাবাসী। সোমবার সকাল ৯ টা ৩০ নাগাদ কোট গ্রামে পাকা রাস্তার উপর ছাপিয়ে উঠেছে জল । রাস্তা পারাপারে সমস্যায় পড়েছে এলাকার মানুষ।
মূলত শনি ও রবিবার দুদিন ধরে টানা বৃষ্টিপাতের পর রবিবার মধ্যরাতে মল্লারপুর থানার অন্তর্গত কোর্ট গ্রামে দেখা গেল বাড়ির মধ্যে জল ঢোকার সম্ভাবনায় আতঙ্কে গ্রামের মানুষ মাটির বাড়ি থেকে জিনিসপত্র অন্য জায়গায় সরিয়ে রাখছে ঠিক তার পরই আজ অর্থাৎ সোমবার সকালে দেখা গেল দ্বারকা নদীতে জলস্তর বাড়ার কারণে কোট গ্রামে পাকা রাস্তার উপরেই ছাপিয়ে উঠেছে জল যার ফলে রাস্তা পারাপারে সমস্যার পড়েছে এলাকার মানুষ।