কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ২৪শে,মার্চ :: নদীর তীরে বড় এক ডিসপ্লে বোর্ড লাগানো হয়েছে। তাতে ফরমান দেওয়া হয়েছে গঙ্গা নদী থেকে মাছ ধরলে দিতে হবে কর। তাতে উল্লেখ রয়েছে করের পরিমাণ।জাল হিসাবে মাছের দাম প্রতি ২০ শতাংশ হারে কর দিলেই গঙ্গা নদী থেকে মাছ ধরা যাবে।
কলকাতা হাইকোর্ট ও পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে গঙ্গা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহকারী মৎস্যজীবিদের কাছে তোলাবাজি। তোলা দিতে অস্বীকার করলেই তোলাবাজদের মস্তানরা চোখ রাঙানির পাশাপাশি কেড়ে নেওয়া হবে মাছ ধরার জাল।
যে পরিমাণ মাছ ধরা পড়বে তার বাজার মূল্যের ২০ শতাংশ তোলা দিতে হবে তোলাবাজদের।একেবারে পশ্চিমবঙ্গ সরকারের নামাঙ্কিত বোর্ড টাঙ্গিয়ে তোলা আদায় হচ্ছে মৎস্যজীবিদের কাছ থেকে। মোথাবাড়ি ধীবর সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে তোলাবাজির এমনই অভিযোগ উঠেছে।
উল্লেখ্য ২০১৫ সালে খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন গঙ্গায় মাছ ধরার ক্ষেত্রে মৎস্যজীবীদের কোন কর দিতে হবে না। একই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টও। কিন্তু সরকারি নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গত আট বছর ধরে চলছে তোলাবাজি।