নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: শুক্রবার ২৯,মার্চ :: সুন্দরবন এলাকায় নদীর বাঁধ মেরামতের দাবিতে নদীর বাঁধের ওপরেই বিক্ষোভ গ্রামবাসীদের । হিঙ্গলগঞ্জের সুন্দরবন লাগোয়া রায়মঙ্গল নদীর রমাপুর এলাকার ঘটনা । বিক্ষোভ কারীদের অভিযোগ রায়মঙ্গল নদীর বাঁধের ওপর দিয়ে জেসিবি গাড়ি নিয়ে গেছে এক ঠিকাদার ।
সেই জেসিবি গাড়ি নিয়ে যাওয়ার কারণে নদীর বাঁধের ক্ষয়ক্ষতি হয়েছে । নদীর বাঁধের ইটের যে পাইলিং ভেঙ্গে গেছে । নদীর বাঁধের ক্ষতি হয়েছে । এরপর বর্ষাকালে যখন তখন নদীর বাঁধ ভেঙে বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে । সেই কারণে নদীর বাঁধ মেরামতের দাবিতে এবং এই বাঁধের ওপর দিয়ে জেসিবি গাড়ি যাওয়া বন্ধের দাবিতে এলাকার মানুষের বিক্ষোভ ।
এলাকার মানুষের আরো অভিযোগ এই বিষয়ে এলাকার সাহেবখালি পঞ্চায়েতে জানানো হয় কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে কোনরকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি । এরপর আজ সকালে এলাকার মানুষ বাঁধের ওপর বিক্ষোভ দেখায় । যদিও এই বিষয়ে সাহেবখালি পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিলা ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয় দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ।