নদীর বুক থেকে অবৈধভাবে বালি খনন রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস চাঁচোলের মহকুমা শাসকের।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: দিনের  আলো হোক বা রাতের আঁধার মহানন্দার বুক থেকে প্রতিনিয়ত অবৈধ ও বেআইনি ভাবে বালি তুলে নিচ্ছে মাফিয়ারা বলে অভিযোগ ৷ এমনই ঘটনা সামনে এসেছে মালদার চাঁচোল ২ নং ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের খানপুর ঘাটে।

নদীর বুক থেকে অবৈধভাবে বালি খনন রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস চাঁচোলের মহকুমা শাসকের। এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে তৃণমূল বিজেপি চাপানউতোর।মালদার চাঁচল ২ ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের পাশে রয়েছে খানপুর মহানন্দা ঘাট। সেই মহানন্দা ঘাট থেকে জেসিবি দিয়ে বালি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে বালি মাফিয়াদের বিরুদ্ধে। বাঁধ দিয়ে নদী ঘিরে সেই নদীর জল পাম্পিং মেশিন দিয়ে টেনে তারপর নদী থেকে কাটা হচ্ছে বালি। আর সেই বালি ট্রাক্টরে লোড হয়ে পাচার হচ্ছে।

প্রশাসনের নাকের ডগায় চলছে বালি মাফিয়াদের দাপট বলে অভিযোগ। এইভাবে নদীর বুক থেকে দিনের পর দিন বালি কেটে নেওয়ায় নদীপথের ভারসাম্য হারিয়ে ফেলছে।মহানন্দার বুক থেকে দীর্ঘদিন ধরেই বালি চুরির ফলে নদী বাঁধ ভাঙনের আতঙ্কে বাসিন্দারা। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বাঁধ ভেঙে প্লাবিত হবে একাধিক গ্রাম বলে আশঙ্কা করছেন এলাকার স্থানীয় বাসিন্দারা

বালি চুরির বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায়। পাশাপাশি তিনি নিজেও পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন।

আর এই ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির যুব মোর্চা সহ-সভাপতি সু মি ত সরকার বলেন, শাসক দলের মধ্যে বালি পাচার চলছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বন্যার সময় ভয়াবহ আকার ধারণ করতে পারে মহানন্দা।

যদিও বালি মাফিয়াদের সাথে যোগ রয়েছে বিজেপির বলে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। চাঁচোল ২ নম্বর ব্লকের তৃণমূলের সহ-সভাপতি রায়হানুল হক বলেন, বালি মাফিয়াদের সাথে যোগ রয়েছে বিজেপি কর্মীদের। প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =